Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

 মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ০৩(তিন)/০৬ (ছয়) মাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদন প্রাপ্ত  (১) কম্পিউটার অপারেশন (২) ইলেকট্রনিক্স, (৩) ইলেকট্রিক্যাল, (৪) সুইং মেশিন অপারেশন (৫) সিভিল কন্সট্রাকশন (৬) মেকানিক্যাল (৭) অটোক্যাড  নিয়মিত কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। (৮) ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্স (১০) জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স (১১) বিদেশগামীদের ০৩ দিন মেয়াদী প্রাক বাহর্গমন ওরিয়েন্টশন কোর্স (১২) বিদেশগামীদের রেজিষ্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট করানো হয়, (13) কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স ,এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক পরিচালিত NTVQF এর অধীন RPL লেভেল করানো হয়।